Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববতী মামলার রায়

 

শালিশী প্রত্যয়ন

 

         এই মর্মে শালিশী প্রত্যয়ন করা যাইতেছে যে, আমার এলাকাধীন মোঃ আঃ রশিদ, পিতাঃ মৃত হযরত আলী, সাং- পোড়াবাড়ী দুরাধীপাড়া, ডাকঘরঃ রানীগঞ্জ, উপজেলাঃ ত্রিশাল, জেলাঃ ময়মনসিংহ-এ বিবাদী আঃ রহিম, পিতাঃ লাল মিয়া, সাং- খাগাটিপাড়া, ডাকঘরঃ ঈদগাহ, উপজেলাঃ ত্রিশাল, জেলাঃ ময়মনসিংহ- এর বিরোদ্ধে পাংগাস মাছ বিক্রির বাকী ৪,১১,০০০/= (চার লক্ষ এগার হাজার) টাকা উদ্ধারের জন্য লিখিত দরখাসেত্মর মাধ্যমে বিচার প্রার্থী হইলে আমি বিগত ১০/১০/২০১৩ ইং তারিখ নোটিশ মারফত বিবাদীকে আমার কার্যালয়ে তলব করি। ঐ তারিখে বিবাদী কোন পদক্ষেপ ছাড়ায় গড় হাজির। অতপর ০২/১১/২০১৩ ইং তারিখে পূর্ণঃ নোটিশ মারফত তলব করি। এ তারিখেও পূর্বের ন্যায় গড় হাজির। সর্বশেষ ০৯/১১/২০১৩ ইং তারিখে নোটিশ করিলে ঐ দিনও বিবাদীর কোন উপস্থিতি না পেয়ে বাদী পক্ষেরর স্বাক্ষী ও এলাকার আরও অনেক স্বাক্ষী প্রমাণ গ্রহণামেত্ম ও সার্বিক পর্যালোচনায় ইহাই প্রতিয়মান হয় যে, বিবাদী প্রকৃতি পক্ষই বাদীর মাছ বিক্রির ৪,১১,০০০/= (চার লক্ষ এগার হাজার) টাকা আত্মাসাৎ করিয়াছে।

 

        অত্র প্রতিবেদন যে কোন শালিশ দরবার ও আইন আদালতে ব্যবহারের জন্য প্রদান করা হইল।